WordPress-Part: 4: Post কে মুছে ফেলা এবং Post Edit করা

 Post কে মুছে ফেলা

সুতরাং আপনার Home পেজে এখন ৩টি পোস্ট রয়েছে। About Nova Computer, My First Post এবং Hellow World , এখান থেকে My First Post টি আমরা মুছে ফেলবো।
  1. এখন বাম দিক থেকে Post বা All post এ ক্লিক করুন।
  2. এখন দ্বিতীয় Post বা My First Post এর উপর মাউস পয়েন্টর আনুন । Edit 1 Quick Edit 1 Trash1 view অপশন আসবে। Trush এ ক্লিক করুন।


ব্যাস Post টি মুছে যাবে।

Post Edit করা
এখন মাত্র ২টি Post রয়েছে About nova computer ও Hello World এখন আমরা Hello World পোস্টটি এডিট করবো।
  1. Hello World সিলেক্ট করুন। অপশন আসলে Edit এ ক্লিক করুন।
  1. এখন Title থেকে Hello World মুছে ফেলে লিখুন। About Author এবং Home Text ফাইল থেকে দ্বিতীয় প্যারা কপি করে Ctrl+V প্রেস করে Paste করুন এবং ডান দিক থেকে Publish এর বদলে Update বাটনে ক্লিক করুন।
  1. এখন ব্রাউজার অন্য ট্যাবে ক্লিক করে ও Relode করে পেজ টি দেখুন About nova computer এর নিচে About Author পাওয়া যাবে । শেষে আবার Back end এ দিয়ে আসুন।
                                        
Tags