নতুন Article Post করা
এখন আমরা নতুন একটি Article কে Post করবো উল্লেখ্য Wordpress ফোল্ডারে আমরা আগেই Text ফাইল তৈরী করে রেখেছি সেটি খুলে সেখান থেকে text কে কপি করে এখানে Post করবো। Wordpress ফোল্ডারের মধ্যে রক্ষিত Home Text ফাইলটি খুলে নিন।
এখন Backend এর বামদিকের Dashboard মেনু লক্ষ্য করুন। এখানে অপশনগুলি হচ্ছে Home, Updates, Post, Media, Pages, Comments, Aperance, Plagins, Users, Tools Setting. এগুলি নিয়ে প্রয়োজন অনুসারে আলোচনা করবো।
১. এখন মেনু থেকে Post এ ক্লিক করুন। ডান দিকে ২টি Post দেখা যাবে। একটি আপনার দেওয়া Post এবং অন্যটি ডিফল্ট একটি Post ( Hello World )
২. এখন Add New বাটনে ক্লিক করুন। Post লেখার অপশন আসবে। Title লিখুন About Nova Computer এবং Home.tex ফাইল থেকে প্রথম প্যারা কপি করে এডিটরে Paste করুন Ctrl+V এবং ডান দিক থেকে Publish বাটনে ক্লিক করুন।
৩. এখন পরবতী ট্যাব খুলে পেজটি Reload বা Refresh করুন আপনার নতুন পোস্ট পাওয়া যাবে । দেখা শেষে আবার Backend ট্যাবে ফিরে আসুন।
Publish অপশনে লক্ষ্য করুন। Publish এর উপরে Save Draft ও Preview অপশন রয়েছে । Save Draft এ ক্লিক করলে এটি save হয়ে থাকবে কিন্তু Publish হবে না। আর Preview বাটনে ক্লিক করলে Publish হলে Post টি কেমন দেখাবে সেটি Preview করবে।